রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

Pallabi Ghosh | ০৩ মে ২০২৫ ২১ : ০৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ জেলা সফর শুরু হওয়ার আগে সামশেরগঞ্জ ব্লকের কয়েকটি গ্রাম এবং পুরসভা এলাকায় সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন জেলা এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। 

 

প্রসঙ্গত আগামী ৫ তারিখ ঝটিকা শহরে মুর্শিদাবাদ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৬ তারিখ সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার জন্য প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। ওই দিনই তাঁর সামশেরগঞ্জের সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার এবং দোকানদারের সঙ্গে দেখা করারও সম্ভাবনা রয়েছে। 

 

মুখ্যমন্ত্রী জেলায় আসার আগে শনিবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক সামশেরগঞ্জের ডিগ্রি, দাসপাড়া, পালপাড়া সহ আশেপাশের একাধিক এলাকায় পৌঁছে যান। সেখানে তাঁরা তালিকা ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পুলিশের পক্ষ থেকে তুলে দেন। 

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদেরকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ তারই অংশ হিসেবে বেশ কিছু পরিবারকে আমরা পুলিশের পক্ষ থেকে সাহায্য করলাম।'

 

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩০৬টি পরিবারকে হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, 'আগামী দিন আরও বেশ কিছু পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ,তার ফলে এই সংখ্যাটি বাড়বে।' একইসঙ্গে তিনি জানিয়েছেন, 'হিংসায় যে সমস্ত দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরকেও পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে।'

 

অন্যদিকে সামশেরগঞ্জের হিংসার ঘটনার সময় ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ ঘোষ এবং থানার তৎকালীন সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে দায়িত্বে থাকাকালীন অবস্থায় নিজেদের কর্তব্যে গাফিলতি এবং অশোভন আচরণের জন্য আজ সাসপেন্ড করেছেন পুলিশ সুপার অমিত কুমার সাউ। শিবপ্রসাদ ঘোষকে এর আগেই পুলিশ লাইনে 'ক্লোজ' করা হয়েছিল। 

 

প্রসঙ্গত, সামশেরগঞ্জ এবং সুতি থানা এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনা সময়মতো সামলাতে না পারার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের অপসারণ করে, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদেরকে দু'টি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের পদে বসানো হয়েছে। লাইনে 'ক্লোজ' থাকা অবস্থাতেই সামশেরগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। তার ভিত্তিতেই আজ থেকেই শিবপ্রসাদ ঘোষ এবং জালালউদ্দিন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে।


MurshidabadWB Police

নানান খবর

নানান খবর

চাইলেও বাবা মোবাইল দেননি, অভিমানে নিজেকে শেষ করে দিল আলিপুরদুয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া